অক্টোবর ৫, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ

রেলের পতিত জমিতে চাষ আবাদের নির্দেশ

চট্টলার কণ্ঠ নিউজ।

রেলওয়ের পতিত জমিতে খাদ্যশস্য চাষ করার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য নিরাপত্তা ও অব্যবহৃত জমিতে কৃষিকাজের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের পতিত জমিতে খাদ্যশস্য চাষ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
চুয়েট-কাপ্তাই রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত সমাপ্তির বিষয়ে এবং চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের জায়গায় বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পে কন্টেইনার ইয়ার্ডের জন্য নির্ধারিত জায়গায় যেন অন্য কোনো প্রতিষ্ঠান হস্তক্ষেপ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয় স্থায়ী কমিটি।
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের সম্প্রসারণ ও সৌন্দর্য বৃদ্ধিকরণ সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন উন্নয়ন কাজে ঠিকাদারদের অবহেলায় কাজের ধীরগতি সম্পর্কে স্থায়ী কমিটিতে প্রতিবেদন দেয় রেলওয়ে।
এ প্রসঙ্গে যথোপযুক্ত ব্যবস্থা নিতে ও যথাসময়ে উন্নয়ন কার্যক্রম সমাপ্তির বিষয়ে নির্দেশ দেওয়া হয়। খবর বাংলানিউজের
বৈঠকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক