ডিসেম্বর ৩, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সাফল্যজনকভাবে বাড়ছে সরকারের ভ্যাট আদায়

চট্টগ্রামে গত ছয় মাসে বেড়েছে ভ্যাট আদায়। গত অর্থ বছরের ছয় মাসের তুলনায় চলতি অর্থ বছরের ছয় মাসে প্রায় দুই হাজার কোটি টাকা বেশি ভ্যাট জমা পড়েছে সরকারি কোষাগারে।
করোনার অতিমারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ব্যবসা-বাণিজ্য। চলতি অর্থবছরের ছয় মাসে প্রবৃদ্ধি বেড়েছে ৫০ শতাংশ।
জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ভ্যাট আদায় হয়েছিল ৪ হাজার কোটি টাকা। চলতি অর্থ বছরের (২০২২-২০২৩) জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে আদায় হয়েছে ৬ হাজার কোটি টাকা। গত অর্থ বছরের ছয় মাসের তুলনায় এবার প্রবৃদ্ধির ঊর্ধ্বগতিতে চলছে ভ্যাট আদায়ের ধারা।
এই অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাসে ৮৯২ দশমিক ৪৬ কোটি টাকা, আগস্টে ১ হাজার ১০৩ দশমিক ৮৬ কোটি টাকা, সেপ্টেম্বরে ১ হাজার ১৪ দশমিক ৮৮ কোটি টাকা, অক্টোবরে ৯৯৮ দশমিক ২৯ কোটি টাকা, নভেম্বরে ১ হাজার ২৮২ দশমিক ২৯ কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে।
কিন্তু ডিসেম্বর মাসের আরও কিছুদিন বাকি থাকায় এখনও সঠিক হিসেবে পাওয়া যায়নি। তবে ডিসেম্বর মাসে ৯০০ কোটি টাকার কিছু কম আদায় হবে বলে চট্টলার কণ্ঠকে  জানান ভ্যাট কমিশনার।
চলতি অর্থ বছরের ডিসেম্বর মাসে ৯০০ কোটি টাকা ভ্যাট আদায় হিসেব করলে দেখা যায়, গত ছয় মাসের মোট ৬ হাজার ১৯১ দশমিক ৭৭ কোটি টাকা ভ্যাট আদায় হবে।
এদিকে গত বছরের জুলাই মাসের তুলনায় এই বছরের জুলাইয়ে ভ্যাট আদায় হয়েছে ২৩৭ দশমিক ৭১ কোটি টাকা বেশি, আগস্টে ৪২৫ দশমিক ২৬ কোটি টাকা বেশি, সেপ্টেম্বরে ৩২১ দশমিক ৮৮ কোটি টাকা বেশি, অক্টোবরে ৩৬২ দশমিক ৬৭ কোটি বেশি এবং নভেম্বরে ৪০০ কোটি টাকা বেশি।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গত বছরের ছয় মাসের তুলনায় এ বছরের ছয় মাসে আমাদের প্রায় ২ হাজার কোটি টাকা বেশি আদায় হয়েছে। প্রবৃদ্ধি প্রায় ৫০ শতাংশ। করোনার অতিমারীর পর ব্যবসায়ীরা ধীরে ধীরে আবারও ব্যবসা-বাণিজ্যে ফিরে এসেছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক