ডিসেম্বর ৪, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মদুনাঘাট এলাকা থেকে ১০০০ লিটার মদ জব্দ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকা থেকে ১ হাজার লিটার মদ উদ্ধার করেছে মদুনাঘাট ফাঁড়ি পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে কাপ্তাই সড়কের নতুন রাস্তার মাথা এলাকা থেকে এ মদ উদ্ধার করা হয়েছে।ফাঁড়ি পুলিশ সূত্রে জানা গেছে, কাপ্তাই থেকে চট্টগ্রাম শহরে মদ পাচারের সময় মদুনাঘাট সেতু এলাকায় একটি মিনি ট্রাককে থামার সিগনাল দেয় ফাঁড়ি পুলিশ।
সময় মদ বহনকারী ট্রাক সিগনাল অমান্য করে পালিয়ে যেতে চাইলে পুলিশ ধাওয়া করে।

ধাওয়া খেয়ে চালক কাপ্তাই সড়কের কুয়াইশ নতুন রাস্তার মাথা এলাকায় ট্রাক রেখে পালিয়ে যান।পরে (ঢাকা মেট্রো-ন-১১-০৮৪৭) ট্রাকে তল্লাশি করে ৫০টি বস্তা বাঁধা ১ হাজার লিটার মদ উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক