ডিসেম্বর ৩, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

৩০ ডিসেম্বর বায়তুল মোকাররমে গণমিছিল, পুলিশের সহযোগিতা চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর ঢাকায় যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি পালন করবে সরকার বিরোধী দলগুলো। বিএনপি নয়াপল্টন থেকে জুমার পর গণমিছিল শুরু করে বাংলামোটরে শেষ করবে। অন্যদিকে শুক্রবার সাড়ে তিনটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল করবে জামায়াতে ইসলামী।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সহকারি আব্দুল্লাহ সাইফ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে দলটি লিখেন, গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট অনুমতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছে জামায়াত। গত ২৫ ডিসেম্বর ডিএমপির নিকট সার্বিক সহযোগিতা চেয়ে আবেদন করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অফিস সেক্রেটারি মোকাররম হোসাইন খান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক