মুক্তার হোসেন
জামায়াতের ১১ নেতাকর্মীর রিমান্ড না মঞ্জুর করেছেন আদালত। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এ আদেশ দেন। একই সাথে আসামি পক্ষের করা জামিন আবেদনও নাকচ করে দেওয়া হয়। নগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের পক্ষ থেকে জামায়াতের ১১ নেতাকর্মীর ৩ দিন করে রিমান্ড চেয়ে আবেদন এবং আসামি পক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট
দুটি আবেদনই নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ১১ নেতাকর্মীর মধ্যে দুজনকে গত রোববার এবং বাকী ৯জনকে ঘটনার দিন গ্রেপ্তার করা হয়। ১১ নেতাকর্মী হলেন, মো. মাসুদ পারভেজ, শেখ তাজুল ইসলাম, ইমরান হোসেন, বেলাল হোসেন, মো. তৌহিদুজ্জামান, মো. আরিফুল ইসলাম, মো. ইসমাইল দাউদ, মো. সোহেল, নুর মোহাম্মদ ও আবদুর রহমান ও মো. রুবেল। গত শনিবার নগরীর বহদ্দারহাট এলাকা থেকে মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা মোহাম্মদপুর এলাকায় গিয়ে সড়ক বন্ধ করে সমাবেশ করে, তখন পুলিশের বাধার মুখে সেখানে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। আদালত সূত্র জানায়, উক্ত ঘটনায় এ ১১ জন ছাড়াও জামায়েতের আরো ১০ নেতাকর্মীকে গত সোমবার গ্রেপ্তার করা হয়।