সেপ্টেম্বর ১০, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

নগরীতে ৩ প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা

নগরীর তিন প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ৪:১৭ পূর্বাহ্ণ

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করেন।

সূত্র জানায়, অবৈধ উপায়ে আমদানি ও অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে নগরীর খুলশী মার্টকে ৭০ হাজার টাকা ও জিইসি মোড়ের কামাল স্টোর নামের অপর এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময় পরিচালিত অপর এক অভিযানে কোনো ধরনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাড়া উম্মুক্ত স্থানে সিগারেট প্রদর্শন ও বিক্রির দায়ে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন অনুযায়ী মিনা বাজার কতৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সকল প্রকার অবৈধ ও ভেজাল প্রসাধনী, শিশুখাদ্য এবং শুল্ক ফাঁকি দেওয়া পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান জোরদার থাকবে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক