ইমরান খান ইমু, কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল (পুটিনবনিয়া) রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে উখিয়ার ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।
আজ বৃহস্পতিবার সকালে চাকমারকুলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ওয়ার হাউজে থেকে আগুনের সূত্রপাত হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।