আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে পদ ও পদোন্নতি পাওয়া চট্টগ্রামের পাঁচ নেতার গণসংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
আগামী শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল।সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত হওয়ার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। তিনি বলেন, ‘চট্টগ্রামের পাঁচ নেতার কেন্দ্রীয় আওয়ামী লীগে পদপ্রাপ্তি ও পদোন্নতি উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় কমিটি এখনো পূর্ণাঙ্গ করা হয়নি। পুরো কমিটি হওয়ার পর আগে নেতারা টুঙ্গিপাড়ায় যাবেন। মূলত এ কারণেই সংবর্ধনা অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। টুঙ্গিপাড়া থেকে আসার পর নতুন করে তারিখ ঠিক করা হবে।’
গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম থেকে নতুন মুখ না থাকলেও পদোন্নতি দেওয়া হয় এক নম্বর যুগ্ম সম্পাদক পদে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং আমিনুল ইসলাম আমিনকে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে।
অন্যদিকে, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দপ্তর সম্পাদক এবং ওয়াসিকা আয়েশা খানকে অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক পদে বহাল রাখা হয়।