ডিসেম্বর ৪, ২০২৪ ৮:৩২ পূর্বাহ্ণ

চীনের পররাষ্ট্রমন্ত্রী হলেন “নেকড়ে যোদ্ধা” কিন

নিউজ ডেস্ক।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত কিন গ্যাংকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে চীন। গতকাল শুক্রবার এই নিয়োগ দেওয়া হয় বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
পশ্চিমাদের বিরুদ্ধে কড়া বক্তব্য দেওয়ার জন্য পরিচিত এই কর্মকর্তাকে শীর্ষ কূটনীতিক হিসেবে নিয়োগ দিল বেইজিং। খবর এএফপির।
বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র স্থলাভিষিক্ত হবেন ৫৬ বছর বয়সী কিন। ২০১৩ সাল থেকে চীনের কূটনৈতিক দিক দেখভাল করেন ওয়াং।

কিন গত বছর থেকে ওয়াশিংটনে বেইজিংয়ের শীর্ষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক শক্তিধর দুটি দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার গুরুদায়িত্ব ছিল তাঁর ওপর।
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তিয়ানজিনে জন্মগ্রহণ করেন কিন। তিনি ‘নেকড়ে যোদ্ধা’ উপাধি পেয়েছেন। পশ্চিমা শত্রু দেশগুলোর প্রতি কড়া প্রতিক্রিয়া জানানো চীনা কূটনীতিকদের এই উপনাম দেওয়া হয়।
২০২০ সালে কিন বলেছিলেন, পশ্চিমা বিশ্বে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কারণ ইউরোপীয় ও আমেরিকানরা। চীনের রাজনৈতিক ব্যবস্থা কিংবা দেশটির অর্থনৈতিক উত্থানকে কখনো মেনে নিতে পারেনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক