অক্টোবর ৫, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ

ছাত্র অধিকার পরিষদ এর দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়া উড়ালসড়কের নিচ থেকে তাঁদের তুলে নেওয়া হয় বলে বলা হচ্ছে। তবে পুলিশ বলছে, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই।ওই দুই নেতা হলেন ছাত্রসংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আখতারুজ্জামান ও রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নাজুমল হুদা।
যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন রাতে প্রথম আলোকে বলেন, ছাত্র অধিকারের কোনো নেতাকে আজ শনিবার গুলিস্তান এলাকা থেকে ঢাকা মহানগর ডিবি পুলিশ আটক করেছে, এমন কোনো তথ্য তাঁর কাছে নেই। তবে কোনো ঘটনা ঘটলে ডিবি পরিচয়ে আটকের অভিযোগ আনা হয়ে থাকে।তবে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রথম আলোকে বলেন, শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলিস্তান-ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে আখতারুজ্জামান ও নাজমুলকে ডিবি পরিচয়ে কয়েকজন তুলে নিয়ে যায়। এর পর থেকে তাঁদের ব্যবহৃত মুঠোফোনে কল ঢুকলেও তা রিসিভ হচ্ছে না। ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা শুরুতে আখতারুজ্জামান ও নাজমুলের সঙ্গে ধস্তাধস্তি করেন ও তাঁদের পরিচয় জানতে চান। একপর্যায়ে তাঁদের পিকআপ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক