নভেম্বর ১৫, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ

পুলিশের উপর হামলার ঘটনা অস্বীকার জামায়াতের

রাজধানীর মৌচাক এলাকায় শুক্রবার বিকেলে গণমিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, ‘জামায়াত পুলিশের ওপর হামলা করেছে, এ কথা ঠিক নয়। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই। সুতরাং পুলিশের ওপর হামলা করার প্রশ্নই আসে না।’

এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম এ দাবি করেন। এ বিষয়ে পৃথক বিবৃতি দিয়েছেন গণমিছিলের আয়োজক জামায়াতের ঢাকা মহানগরী উত্তর শাখার আমির মুহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম।শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এক অনুষ্ঠানে বলেছেন, ‘গতকাল জামায়াত-শিবির অবৈধভাবে মিছিল করেছে। তাদের মিছিল করতে নিষেধ করার কারণে পুলিশের ওপর আক্রমণ করেছে। লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছে, ইটপাটকেল নিক্ষেপ করে আহত করেছে। আমরা তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছি।’

বিবৃতিতে জামায়াত নেতা সেলিম উদ্দিন ও সেক্রেটারি রেজাউল করিম বলেন, ‘৩০ ডিসেম্বর তাঁরা সংবিধানপ্রদত্ত অধিকারবলে রাজধানীতে শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচির আয়োজন করেন। মিছিলটি রামপুরা বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌচাকের কাছাকাছি পৌঁছালে পুলিশ বাধা দেয়। পুলিশ কয়েক দফা ব্যানার কেড়ে নিয়ে মিছিলকারীদের উত্তেজিত করার চেষ্টা করলেও নেতারা দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক চেষ্টা করেন। তারপরও একশ্রেণির পুলিশ সদস্য জনতার ওপর নির্বিচারে হামলা চালিয়ে পরিস্থিতির অবনতি ঘটান। পুলিশ বিনা উসকানিতে শান্তিপূর্ণ কর্মসূচির ওপর নির্বিচারে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক