ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ওই শুভেচ্ছা বার্তার সঙ্গে জাকারবার্গ সুখবরও দিয়েছেন। ২০২৩ সাল এ দম্পতির জন্য বিশেষ বছর। কারণ, এ বছর তাঁরা তৃতীয় সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন। খবর এনডিটিভির।
ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশিত ছবির ক্যাপশনে জাকারবার্গ লিখেছেন, ‘শুভ নববর্ষ! ২০২৩ সাল রোমাঞ্চকর ও ভালোবাসায় ভরা হতে যাচ্ছে।’
ছবিতে কালো রঙের স্যুট পরিহিত জাকারবার্গকে স্ত্রী প্রিসিলা চ্যানের বেবি বাম্প স্পর্শ করে থাকতে দেখা গেছে। তাঁদের দুজনের মুখে হাসি। ইনস্টাগ্রামে জাকারবার্গ তিনি ও তাঁর মেয়ের একটি ঘরোয়া ছবিও প্রকাশ করেছেন।