ফোরকানুল ইসলাম।
রাঙ্গুনিয়ায় জিম্মি করে সাংবাদিককে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ইসলামপুর ইউনিয়নের মঘাছড়ি এলাকার ইটভাটার ম্যানেজার কাঞ্চন কুমার তুরির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কাঞ্চন রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অমূল্য ডাক্তার বাড়ির জীবন কৃষ্ণ তুরির ছেলে।
গতকাল চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খান শুনানি শেষে কাঞ্চনের এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। ভিকটিম ও মামলার বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ২৬ ডিসেম্বর রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে কাঞ্চনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ২৫ ডিসেম্বর ইসলামপুর ইউনিয়নে ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ করেসপন্ডেন্ট আবু আজাদ। এ ঘটনায় তিনি স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন মহিউদ্দিন তালুকদার মোহন, কামরান, কাঞ্চন তুরি।