বাপ্পী সেন
বোয়ালখালীতে বই উৎসবের অনুষ্ঠানে এসে তিন অভিভাবকের দুই লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণের চেইন খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে পৌর সদরের গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মামুন ও উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম সেলিম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ঘটনার পর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তায়াক্কুল জাহানের অভিভাবক রিপুল আকতার বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদিন নাজিম বলেন, নিচতলায় লাইব্রেরি রুমে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠান চলছিল। এ সময় ভীড়ের মধ্যে অভিভাবকের চেইন হারিয়ে গেছে বলে শুনেছি।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, অভিভাবকের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।