ইমরান নাজিরচ
চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে চট্টলার কণ্ঠকে জানান, আজ শুক্রবার (৬ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে হালিশহর থানাধীন বড়পুল এলাকায় ইস্টার্ন ব্যাংকের হালিশহর শাখায় আগুনের সূত্রপাত হয়।
তবে ছুটির দিনে সেখানে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।