অক্টোবর ৫, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

মঞ্চ ভেঙ্গে যাওয়ায় লজ্জিত কেন্দ্রীয় ছাত্রলীগ

অবস্থা খুবই খারাপ কবিতা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। তিনি বলেছেন, প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি লোক মঞ্চে ওঠায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।

আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে স্থাপিত মঞ্চে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে উদ্বোধকের বক্তব্য দেওয়ার সময় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। এতে সাবেক-বর্তমান নেতাদের অনেকেই আহত হন। পরে সন্ধ্যায় এ ঘটনার বিষয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।
শেখ ওয়ালী আসিফ বলেন, ‘মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় আমরা অত্যন্ত লজ্জিত ও দুঃখিত। আমরা চেষ্টা করেছিলাম, মঞ্চটি যেন যথাযথ ও মজবুতভাবে করা হয়। কিন্তু প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি লোক মঞ্চে ওঠায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। ঘটনাটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যে ডেকোরেটরকে মঞ্চ বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, এখানে তাদের ইচ্ছাকৃত কোনো ভুলত্রুটি আছে কি না, তা আমরা খতিয়ে দেখব।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক