সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত নিপীড়িত বললেন সন্তু লারমা। শুক্রবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাত দফা দাবিতে ঢাকার দিকে রোডমার্চের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে এই রোডমার্চের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিমচন্দ্র ভৌমিক ও সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। রোডমার্চ করে ঢাকায় যাওয়ার পর আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী ময়দানে জমায়েত হবে তারা। এরপর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে নেতারা জানান।