- চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় বাসের ধাক্কায় সেতু দে (২২) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া সেতু দে বোয়ালখালী থানার বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার এসআই বেলাল বলেন, সাইকেলে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। পরে বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।