অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রাখার অভিযোগে এবং কাপড়ের রং খাবারে মেশানোর অভিযোগে নগরীর ওয়াসা এলাকায় টেস্টি ট্রিটকে জরিমানা করা হয়। অনুসন্ধানে জানা যায় সাংবাদিক আফতাব উদ্দিন মঙ্গলবার ১০ জানুয়ারি টেস্টি ট্রিট এর খাবার খেতে গেলে বাসি বার্গার দেওয়ার অভিযোগ করেন। এ বিষয়ে তিনি পরদিন ভোক্তা অধিকার চট্টগ্রাম কে লিখিত অভিযোগ জানানোর পর পরদিন ১১ জানুয়ারি বুধবার এই অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার চট্টলার কণ্ঠকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে ডাইং কালার ব্যবহার করার দায়ে টেষ্টি ট্রিটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।