বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের চট্টগ্রাম পর্ব শুরু হতে যাচ্ছে কাল। চট্টগ্রাম পর্বে খেলা হবে ২০ জানুয়ারি পর্যন্ত। কাল শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে চট্টগ্রাম–বরিশাল।
আর এই খেলার টিকেট বিক্রি শুরু হয়েছে আজ শনিবার সকাল থেকে। ম্যাচটি মাঠে বসে দেখার আশায় সোনার হরিণ নামক একটি টিকিটে খোঁজে হন্যে হয়ে ঘুরছেন দর্শকরা। কেউ কেউ লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার অপেক্ষায় আছেন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় চট্টগ্রাম-বরিশালের টিকিট নিয়ে ক্রিকেটমোদীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। চট্টগ্রামের বিটাক মোড়ের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেছেন ভক্তরা।
আবদুল্লাহ মারুফ নামের এক শিক্ষার্থীও টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। চট্টগ্রাম প্রতিনিদনকে এই শিক্ষার্থী বলেন, টিকেট কিনতে শীতের সকালে এসে লাইে দাঁড়িয়েছি। এখন টিকেট পেয়ে খুব ভালো লাগছে। আশা করি সামনের ম্যাচগুলোও মাঠে বসে দেখতে পারবো।
জানা যায়, ওই দু’টি স্থানে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।