পুরাতন জাহাজ ভাঙ্গার কারখানার কাজ করার সময় পড়ে গিয়ে আব্দুর রহিম তুষার নামে এক শ্রমিক নিহত হয়েছ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সোনাইছড়ি বার আউলিয়ায় তাহসিন শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ সোলায়মান। জীবিকার জন্য তিনি শিপ ইয়ার্ডে তাজ করতেন।
জানা যায়, কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. তোফায়েল আহমেদ চট্টলার কণ্ঠকে বলেন, শিপইয়ার্ডে দুর্ঘটনায় একজন শ্রমিক মারা গেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পাদন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।