ডিসেম্বর ৪, ২০২৪ ৯:১১ পূর্বাহ্ণ

এপ্রিলে উন্মুক্ত হতে পারে কর্ণফুলী টানেল, চট্টগ্রামে সেতুমন্ত্রী

কর্ণফুলী টানেল এ বছরের এপ্রিল মাসে চালু হওয়ার সম্ভাবনা আছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান তিনি।

Nagad

সেতু মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল হচ্ছে। যেটি দক্ষিণের এশিয়ার কোথাও নেই। আমি প্রথম যখন এলাকাটি দেখতে যায় তখন দাঁড়িয়ে মনে হয়নি এরকম একটা কিছু হতে পারে। সাংহাইয়ের মতো চট্টগ্রাম হচ্ছে ওয়ান সিটি টু টাউন। এ টানেলে ব্যয় হচ্ছে ১০ হাজার ৩৪৪ কোটি টাকা। এখন হচ্ছে শেষ মূহুর্তের কিছু কাজ। কাজের অগ্রগতি ৯৫ দশমিক ৫ শতাংশ। কোনো দুর্ঘটনা যাতে না হয় সেজন্য টানেলে প্রবেশের পূর্বে যানবাহন স্ক্যান করা হবে। সেই স্ক্যানার বসানোর কাজ চলছে। এপ্রিলে বা মে মাসে আমরা সর্ব সাধারণের জন্য খুলে দিতে পারবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক