আনুশকা শর্মার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনেছিল আয়কর বিভাগ। কর ফাঁকির বিষয়টি উল্লেখ করে তাঁকে নোটিশও পাঠায় আয়কর বিভাগ। সেই নোটিশের বিরুদ্ধেই বম্বে হাইকোর্টে চারটি আবেদন করেছিলেন আনুশকা শর্মা। বিচারপতি নিতিন জামদার ও অজয় আহুজার ডিভিশন বেঞ্চে চলছে এই মামলা।
আনুশকার করা চারটি আবেদনের মধ্যে দুটি আবেদনের শুনানি হয় গতকাল বৃহস্পতিবার।এ দুটি আবেদনের পরের শুনানি হবে আগামী ৬ ফেব্রুয়ারি। এই শুনানির আগেই আনুশকার আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য কর বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত। কর বিভাগ ২০১২-১৩ অর্থবছরে আনুশকার আয় করা ১২.৩ কোটি রুপির বিপরীতে বিক্রয় কর ১.২ কোটি রুপি এবং ২০১৩-১৪ অর্থবছরে ১৭ কোটি রুপির বিপরীতে ১.৬ কোটি রুপি ধার্য করে।
আনুশকা তাঁর আবেদনে জানিয়েছেন, কেবল একজন অভিনয়শিল্পী হিসেবে তাঁর ওপর কর ধার্য করা হোক। তিনি জানান, বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করা এবং বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তি করার জন্যও তাঁর ওপর কর ধার্য করা হয়েছে। সঙ্গে যুক্ত করা হয়েছে এগুলোর কপিরাইট করও। তাঁর দাবি, এগুলো তৃতীয় সংস্থার সঙ্গে চুক্তিভিত্তিক কাজ। তিনি আরও বলেন, সিনেমায় অভিনয় করলে সেই সিনেমার কপিরাইট স্বত্ব অভিনয়শিল্পীদের কাছে থাকে না।