ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন স্বৈরাচার সরকার ১৪ বছরে ১১ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আজ শুক্রবার বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী ও হঠকারী হিসেবে আখ্যায়িত করেন তিনি।
সাইফুল হক বলেন, বর্তমান সরকার জনগণের ওপর একের পর এক দুর্ভোগ চাপিয়ে দিচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর না করে উল্টো জনগণকে শাস্তি দেওয়া হচ্ছে।