সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ

পাহাড়ে মানবাধিকার লংঘন হচ্ছে দাবী ইউপিডিএফের

লেলিন মারমা,  বান্দরবান ও খাগড়াছড়ি প্রতিনিধি।

পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে—এমন অভিযোগ করে তা বন্ধের দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আগামীকাল রোববার অর্ধদিবস সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে খাগড়াছড়ি, রাঙামাটির কাউখালী ও বাঘাইছড়ি উপজেলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ অভিযোগ করেছে, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে পাহাড়ে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দিয়ে বিচারবহির্ভূত হত্যা, ধরপাকড়, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। এ ছাড়া অন্যায়ভাবে তল্লাশি, হয়রানি, নির্যাতনসহ নানা নিপীড়ন চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ৩ জানুয়ারি খাগড়াছড়িতে ইউপিডিএফের নেতা মিঠুন চাকমা, একই বছর ১৮ আগস্ট খাগড়াছড়ি স্বনির্ভর বাজারে প্রকাশ্যে ইউপিডিএফের ছাত্রনেতাসহ সাতজনকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া গত পাঁচ বছরে অর্ধশতাধিক ইউপিডিএফের নেতা-কর্মী ও সমর্থককে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার কিংবা বিচারে সরকার-প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাহাড়ে হত্যা, নির্যাতন ও অপহরণ থেমে থাকেনি। নিয়মিত ভূমি দখল, আগ্রাসন, নারী নির্যাতনের মতো ঘটনা অব্যাহত আছে। ইউপিডিএফ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব ঘটনা অবিলম্বে বন্ধের দাবি জানায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক