ডিসেম্বর ৪, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ

আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা করল ফিফা

আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের বিরুদ্ধে মামলা করেছে ফিফা । মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ ডিসেম্বর কাতারের দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে পেনাল্টি শুট আউটে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। এর ৩ ঘণ্টা পর মেসির নেতৃত্বে আর্জেন্টাইন ফুটবলাররা আনুষ্ঠানিক ইন্টারভিউ জোনে দৌড়াদৌড়ি এবং নিজেদের থিম সংয়ের সঙ্গে নেচে-গেয়ে উদযাপন করেন। আন্তর্জাতিক সম্প্রচার এবং প্রিন্ট মিডিয়ার সঙ্গে কথা বলা বন্ধ না করে অস্থায়ী দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত করেন তারা।

Nagad

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, এ গুলো ‘আপত্তিকর আচরণ এবং ফেয়ার প্লে-নীতির লঙ্ঘনের অন্তর্ভুক্ত’। তবে পুরস্কার বিতরণী মঞ্চে গোল্ডেন গ্লোভ হাতে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করা আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কথা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।

অসদাচরণ এবং ফেয়ার প্লে-নীতি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তির মুখে পড়বে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন। কিন্তু কবে নাগাদ এই রায় দেওয়া হবে তা জানায়নি ফিফা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক