ডিসেম্বর ৩, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ

একটানা ৮ দিন করোনামুক্ত চট্টগ্রাম

ইমরান নাজির।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায় নি। তবে একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি। এর আগে শুক্রবারও (১৩ জানুয়ারি) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু পাওয়া যায় নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

আজ শনিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৬টি ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করে কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায় নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৪১ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

 

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৮ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের।২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক