জবাই করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ এসেছে, নিহত রাবেয়া আক্তার এর বাড়ি হাটহাজারীতে। রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় হালিশহরের শিশু পল্লীর কেন্দ্রীয় জামে মসজিদের ১ নম্বর লেইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া আক্তার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মানিক মিয়ার মেয়ে। ওই বাসার কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন মানিক মিয়া। সেখানে একটি কক্ষে মেয়ে ও মেয়ের জামাইকে থাকতে দেন। ঘাতক স্বামীর বাড়ি কিশোরগঞ্জের করগাঁও বলে জানা গেছে।
নিহতের বাবা মানিক মিয়া বলেন, সন্ধ্যার দিকে জামাইর জন্য দোকান থেকে নাস্তা আনতে যায়। নাস্তা আনার ১০ মিনিট পর ঘরের বাইরে এসে বাবা বাবা বলে চিৎকার করে মাটিতে পড়ে যায়। তখন দৌঁড়ে গিয়ে দেখি তার গলাকাটা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনেছে।
ঘটনার বিষয়ে জানতে হালিশহর থানার ওসি জহির উদ্দিনকে ফোন করে পাওয়া যায়নি। তবে থানায় দায়িত্বরত ‘ডিউটি অফিসার’ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম গেছেন।