ডিসেম্বর ৪, ২০২৪ ৯:৪০ পূর্বাহ্ণ

মায়ের ডায়ালাইসিস খরচ যোগানো মুস্তাকিমের জামিন মঞ্জুর

আলোচিত চট্টগ্রামে ডায়ালাইসিসের খরচ বাড়ানোর প্রতিবাদ করায় গ্রেপ্তার মো. মুস্তাকিমের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার বেলা দুইটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন।

মুস্তাকিমকে আইনি সহায়তা দেন হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও জাতীয় মানবাধিকার কমিশন। হিউম্যান রাইটস ফাউন্ডেশন মহাসচিব জিয়া হাবিব আহসান আদালতের বারান্দায় বলেন, শুনানি শেষে আদালত মুস্তাকিমের জামিন আবেদন মঞ্জুর করেছেন। তাঁর মুক্তির জন্য জামিননামা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।

ছেলের জামিনের জন্য আজ সকালে আদালতে আসেন মা নাসরিন আক্তার। জামিন মঞ্জুর হওয়ার পর আদালতের বারান্দায় তিনি কান্নায় ভেঙে পড়েন। মা বলেন, ‘আমি অনেক খুশি। ছেলে জেলে যাওয়ার পর নিজের চিকিৎসা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে এগিয়ে আসায় তাদের কাছে কৃতজ্ঞ। যারা আমার চিকিৎসা খরচ চালানোর জন্য প্রস্তাব দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক