ইমরুল কায়েস।
আওয়ামী লীগের দিনের আলোতে ভোট করার সাহস নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। উপজেলার একটি রোস্তোরাঁয় এ সেমিনারের আয়োজন করে উপজেলা বিএনপি।
রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন করব। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। তার ওপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে তো কোনো দিন হয় না। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে তারা (আওয়ামী লীগ) ২০০৮ সালে ক্ষমতায় আসতে পারছে। তারই ধারাবাহিকতায় ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন তারা করেছে। ভোট চুরি তাদের অভ্যাস।’
তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘২০১৪ সালে তারা (আওয়ামী লীগ) বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ বানিয়ে বসে গেছেন। ২০১৮ সালের তারা মধ্যরাতে নির্বাচন করেছে। তাঁদের দিনের আলোতে ভোট করার সাহস নেই। ২০২৩–এর শেষে বা ২০২৪ সালে আরেকটা নির্বাচন হবে। সেই নির্বাচন কিন্তু ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো হবে না।’
গণমাধ্যমকে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, ‘আন্তর্জাতিক বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তাঁদের সঙ্গে আমাদের বসতে হয়। আন্তর্জাতিকভাবে শক্ত চাপ আছে সরকারের ওপর। আর কোনো নির্বাচন এভাবে বিনা ভোটে, রাতের ভোটে করা যাবে না। আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বর্তমান সরকারের ওপর দেশের ১ পার্সেন্ট জনগণেরও সমর্থন নেই। কিন্তু বিএনপির পাশে আছে ১৬ কোটি মানুষ।’