ডিসেম্বর ৩, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ

যুক্তরাজ্য ইউক্রেনের ট্যাংক পাঠালে তা আগুনে পুড়বে রাশিয়া

ক্রেমলিন বলেছে, যুক্তরাজ্য যে ট্যাংক ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা করছে, তা আগুনে পুড়বে। খবর রয়টার্সের।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তায় দেশটিতে ট্যাংক পাঠানো নিয়ে যুক্তরাজ্যের প্রতিশ্রুতির বিষয়ে ক্রেমলিন গতকাল সোমবার এ প্রতিক্রিয়া জানিয়েছে।
যুক্তরাজ্য গত শনিবার বলেছে, তারা আগামী সপ্তাহগুলোয় ১৪টি ‘চ্যালেঞ্জার-২’ ট্যাংক ইউক্রেনে পাঠাবে। পাশাপাশি তারা অন্যান্য উন্নত আর্টিলারি সরঞ্জাম দেশটিতে পাঠাবে।
যুক্তরাজ্যের প্রধান যুদ্ধট্যাংক ‘চ্যালেঞ্জার-২’। এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ট্যাংকগুলোর মধ্যে একটি।
যুক্তরাজ্যের এ ঘোষণার প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তারা ইউক্রেনকে তাদের রুশবিরোধী লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

দিমিত্রি পেসকভ আরও বলেন, ইউক্রেনে এখনকার ট্যাংকগুলো আগুনে পুড়ছে। ভবিষ্যতে যে ট্যাংক আসবে, তা-ও পুড়বে।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, যুক্তরাজ্য ও পোল্যান্ডের মতো দেশগুলো থেকে ইউক্রেনকে নতুন অস্ত্র সরবরাহ করা হলেও তা যুদ্ধক্ষেত্রে কোনো পরিবর্তন আনবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক