মধ্যপ্রাচ্যের কুয়েত প্রবাসী ভাইয়ের সাথে আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) মোটরসাইকেলে চড়ে কেনাকাটা করতে যাচ্ছিল বোন শিমু আকতার (২২) কিন্ত তার আর কেনাকাটা করা হলো না। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তিনি ঘটনাস্হলে মারা গেছেন।
স্হানীয়, প্রত্যক্ষদর্শী ও নিহতের নিকটাত্মীয়ের সাথে কথা বলে জানা গেছে, হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কুয়েত প্রবাসী সিরাজুল ইসলামের বড় কন্যা শিমু আকতারকে গত বছর দেড়েক পূর্বে বিয়ে দিয়েছিল ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের জনৈক মো. লোকমানের সাথে। তাদের বিবাহিত জীবন সুন্দরভাবেই চলছিল। তার ভাই কুয়েত প্রবাসী তারেক আজিজ (২০) গত শুক্রবার মধ্যপ্রাচ্য থেকে বাড়িতে ছুটিতে এসেছিলেন। ভাই মধ্যপ্রাচ্য থেকে আসার খবর পেয়ে বোন শিমু রবিবার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ইচ্ছে ছিল প্রবাসী ভাইয়ের সাথে হাসি-আনন্দে কয়টা দিন বাবার বাড়িতে কাটাবেন।
বোনের আবদার রক্ষার জন্য ভাই তারেক গতকাল সোমবার নতুন মোটরসাইকেল কিনেন। সেই মোটরসাইকেল নিয়ে বোনের আবদার রক্ষা করতে আজ মঙ্গলবার সকাল দশটার দিকে মোটরসাইকেলে দুই বোন শিমু ও জাকিয়াকে নিয়ে তার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের খলিফা পাড়া দলিয়া পুকুর এলাকার বাড়ি থেকে কেনাকাটা করতে বের হন।
বাড়ির রাস্তা পেরিয়ে হাটহাজারী-নাজিরহাট মহাসড়ক সংযোগ হাজী সফর আলী সড়ক হয়ে শিমুদের বহনকারী মোটরসাইকেলটি নাজিরহাট শাখা রেললাইন পার হওয়ার পূর্বে শিমু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় নিহতের মরদেহ বাবার বাড়ি আনার পর এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠে।
শিমু আকতারের নিকটাত্মীয় মোহাম্মদ আলী জানান, শিমুরা তিন বোন এক ভাই। কুয়েত প্রবাসী ভাই তারেক আজিজ গত কয়দিন পূর্বে প্রবাস থেকে বাড়িতে ছুটিতে আসেন। ভাই বাড়িতে আসার খবর পেয়ে তার বোন শিমু শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। তারেক বাড়িতে এসে গতকাল সোমবার একটি মোটরসাইকেল কিনেন ছুটিতে বাড়ি থাকাকালীন নিজ প্রয়োজনে আত্মীয়স্বজনদের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য। আজ মঙ্গলবার তিনি তার দুই বোনকে নিয়ে কেনাকাটা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় শিমু মারা যান।
৩নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন জানান, আজ মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তার ইউনিয়নের শিমু আকতার নামে এক মহিলা মারা গেছেন। দুর্ঘটনা কবলিত নির্মাণ সামগ্রী বহনকারী গাড়িটি জব্দ করা হয়েছে।