চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ওভারব্রিজের নিচে খালি জায়গায় পাকা ঘর তুলে কোটি টাকা হাতিয়ে নেয়ার মিশনে নেমেছে সংঘবদ্ধ একটি চক্র। ওখানে ৫০টি সেমিপাকা ঘর নির্মাণ করা হচ্ছিল। পরে গুদাম তৈরির সিদ্ধান্ত হয়। ঘর বরাদ্দ দিয়ে অগ্রিম টাকাও নেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
সরেজমিনে গিয়ে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দেওয়ানহাট ওভারব্রিজের নিচে ঝুপড়ি ঘরে বেশ কিছু মানুষ বসবাস করতেন। এসব ঝুপড়ি মাদক এবং অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছিল। গত বছরের ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঝুপড়িগুলো উচ্ছেদ করে জায়গাটি অবৈধ দখলমুক্ত করে। বেশ কিছুদিন জায়গাটি খালি ছিল।
অনুসন্ধানে জানা যায়, দেওয়ানহাট ওভারব্রিজের ওজন বেড়ে যাওয়াসহ পিলার ও বিমে অনেক ফাটল দেখা দিয়েছে।
ব্রিজের নিচে ঘর নির্মাণে নিজের লোকের জড়িত থাকার অভিযোগ চট্টলার কণ্ঠকে অস্বীকার করে ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ বলেন, ব্রিজের নিচে ওয়াল নির্মাণ করা হচ্ছিল। খবর পেয়ে গতকাল আমি নিজে গিয়ে এলাকাটি পুরোপুরি সিলগালা করে দিয়েছি। এখন সেখানে ঘর তৈরি করা তো দূরের কথা, সর্বসাধারণের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।