রাজিন সালেহ।
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকার নাসিমন ভবনের সামনে থেকে বিএনপি’র ৪ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির চট্টলার কণ্ঠকে বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার পুলিশের ওপর হামলার মামলায় ঘটনায় দায়ের করা মামলার আসামি তারা।
মহাগর বিএনপির দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী চট্টলার কণ্ঠকে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নাসিমন ভবনের সামনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে সেখানে সমবেত হন দলীয় নেতা-কর্মীরা। দোয়া মাহফিল শেষে কার্যালয় থেকে বের হওয়ার সময় প্রায় ১০/১২ জনকে আটক করে পুলিশ।