ইমরান নাজির
চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে অবৈধভাবে নতুন করে তৈরি স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
এসময় নতুনভাবে গড়ে উঠা ৮টি পাকা স্থাপনা ও দুটি ঝুপড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কর্ণফুলী নদীর ফিশারি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং ও এসএমএন জামিউল হিকমা।
জেলা প্রশাসন সূত্র জানায়, কর্ণফুলী নদীর ফিশারিজ ঘাট এলাকায় নদীর তীর দখল করে নতুনভাবে স্থাপনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পায়। এসময় নতুনভাবে গড়ে ওঠা ৮টি পাকা স্থাপনা ও ২টি ঝুপড়ি ঘর ভেঙে উচ্ছেদ করে নদীর তীর দখলমুক্ত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং চট্টলার কণ্ঠকে বলেন, নদীর তীরে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা দখলদারদের সতর্ক করা হয়েছে।
দখলদারী কাউকেই ছাড় দেওয়া হবে না। নদীর পাড় জনগণের সম্পত্তি। নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, গত নভেম্বরে মানববন্ধন করে এক সপ্তাহের মধ্যে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে আল্টিমেটাম দিয়েছিল চট্টগ্রাম নদী খাল রক্ষা আন্দোলন। দাবি মানা না হলে আদালত অবমাননার অভিযোগ আনার হুঁশিয়ারি দিয়েছিলেন সংগঠনটির নেতারা।