চট্টগ্রাম নগরীর বন্দর থানার বারিক বিল্ডিং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই হয়েছে। তার মধ্যে তিনটি ফার্নিচারের দোকান এবং একটি ভাঙ্গারীর দোকান রয়েছে । আজ রোববার (২২ জানুয়ারি) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. শামিম মিয়া সিভয়েসকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে বন্দরের স্টেশন ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ৫০ লাখ টাকার মতো মালামাল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’