সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

দীপ্তিসহ ২৫ নেতাকর্মীর রিমান্ড নামঞ্জুর করেছে আদালত

নাশকতার অভিযোগে কোতোয়ালী থানায় দায়ের হওয়া পৃথক তিনটি মামলায় নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ ২৫ নেতাকর্মীর রিমান্ড চেয়ে করা আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে দুটি মামলায় প্রত্যেকের সাত দিন করে এবং একটি মামলায় তিন দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী নূরে খোদা চট্রলার কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চারটি মামলার মধ্যে দুটিতে দীপ্তিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি করে তা মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, গত ১৬ জানুয়ারি বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাফিক পুলিশের একটি মোটর বাইকে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে এবং পরদিন নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিএনপির অসংখ্য নেতাকর্মীকে আসামি করে চারটি মামলা দায়ের করা হয়। ১৭ জানুয়ারি দিবাগত রাতে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে নগর যুবদলের সভাপতি দীপ্তিকে গ্রেপ্তার করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক