ডিসেম্বর ৪, ২০২৪ ৯:১০ পূর্বাহ্ণ

মগনামা ঘাট থেকে ছয় কোটি টাকার ইয়াবা উদ্ধার

রহিম উল্লাহ উপল, কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফের শামলাপুর থেকে ইঞ্জিনচালিত বোটে করে নৌপথে চট্টগ্রামে পাচারের সময় পেকুয়ার মগনামা ঘাট থেকে ৬ কোটি টাকার ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব–৭ চট্টগ্রামের একটি দল। এ সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় রোহিঙ্গা নাগরিকসহ পাঁচ মাদক কারবারিকে। র‌্যাব জানায়– গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো– কুতুবদিয়া থানার সিকদারপাড়ার মো. ছবির আলমের ছেলে নুরুল আবছার (৩২), কক্সবাজার সদর থানার কুতুবদিয়া পাড়ার মৃত জামাল উদ্দীনের ছেলে মো. মেহের আলী (৩৯), নুরুল ইসলামের ছেলে আব্দুল হামিদ (৩৭), মৃত জামাল উদ্দীনের ছেলে মো. কালু (২৩), উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবু তাহেরের ছেলে নুরু হাসান (৩৩)।

গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব–৭ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান। তিনি জানান– মাদক কারবারিরা টেকনাফের শাপলাপুর থেকে ফিশিং বোটযোগে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব নজরদারি শুরু করা হয়। এক পর্যায়ে খবর পাওয়া যায়, ফিশিং বোটটি বদরখালী হয়ে মগনামা দিয়ে বাঁশখালী আনোয়ারার দিকে প্রবেশ করার চেষ্টা করছে। এরপর বিভিন্ন ফিশারিঘাটে নজরদারি বাড়ানো হয় বোটটিকে ধরার জন্য।

কিন্তু ভোর সাড়ে চারটার দিকে বোটটি সুকৌশলে পালানোর চেষ্টাকালে পেকুয়ার মগনামা লঞ্চঘাট থেকে বোটটিকে জব্দ করা হয়। এ সময় বোট থেকে উদ্ধারকৃত ২ লাখ পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। গ্রেপ্তার মাদর কারবারিদের পেকুয়া থানায় হস্তান্তরসহ র‌্যাবের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক