নিজস্ব প্রতিবেদক
৮ দফা দাবিতে চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মবিরতি পালন করেছে কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন (সিঅ্যান্ডএফ)। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কাস্টমস হাউসে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন সিঅ্যান্ডএফ এজেন্টরা। তবে বিদ্যমান সংকট নিরসনে এনবিআরের আশ্বাসের পর আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়।
এদিকে কর্মবিরতির কারণে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানগুলো শুল্কায়ন কার্যক্রম থেকে বিরত থাকায় স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের কার্যক্রম। কর্মবিরতির মুখে পণ্য ছাড়ের জন্য কোনো বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয়নি। এতে কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি সংক্রান্ত সব ধরনের সেবা বন্ধ ছিল। তবে কাস্টমসের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিল। এছাড়া বন্দরের ভেতরে কন্টেইনার ও পণ্য খালাস স্বাভাবিক থাকলেও বাইরে পরিবহন বন্ধ ছিল।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, বেনাপোল স্থলবন্দর, কমলাপুর আইসিডি, টেকনাফ স্থলবন্দর, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের ৪২টি শুল্ক স্টেশনে প্রায় ১০ হাজার সিঅ্যান্ডএফ এজেন্ট পণ্য খালাসের শুল্কায়নে নিয়োজিত। তারা ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে কার্যক্রম পরিচালনা করেন।