ডিসেম্বর ৩, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ

সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ : বামজোট

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এ ব্যর্থতার সর্বশেষ প্রমাণ গত বুধবার অনুষ্ঠিত জাতীয় সংসদের ছয়টি আসনের উপনির্বাচন
এবারের উপনির্বাচনের ‘ব্রাহ্মণবাড়িয়া মডেল’ নির্বাচনব্যবস্থার ওপর জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট করে দিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতার ৫২ বছরে দেশে যে ১১টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে সাতটি দলীয় সরকার ও চারটি তত্ত্বাবধায়ক সরকারের অধীন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচন হয়েছে, সেগুলো আপেক্ষিক অর্থে সুষ্ঠু হয়েছে বলে জনগণ মনে করে এবং তারা নির্বাচন মেনে নিয়েছিল। আর দলীয় সরকারের অধীন অনুষ্ঠিত নির্বাচন কোনোটিই সুষ্ঠু ও অবাধ হয়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক