বিএনপি মানুষের ভালোবাসায় রাজপথে টিকে থাকবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশকে অর্থনৈতিক ও শিক্ষার ক্ষেত্রে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ থেকে সরবে না। সাধারণ মানুষ বিএনপিকে সমর্থন করে বলেই সভায় হাজার হাজার নেতা–কর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়।
গতকাল শনিবার বিকালে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন।
দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ দুবেলা খেতে পারছে না বলে মন্তব্য করে তিনি বলেন, ব্যাংক, শেয়ারবাজার, মেগা এবং ছোট ছোট প্রজেক্ট চুরি করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে সরকার। গত কয়েক বছরে ১০ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। খসরু বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এবং সরকারি কর্মকর্তাদের অবৈধভাবে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। বাংলাদেশ একটি ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। ভোট চুরি করার জন্য তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। দেশে তাদের কোনো রাজনীতি নেই।