অক্টোবর ৫, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ

এবার চবির মূল ক্যাম্পাসে আন্দোলন করছে চারুকলার শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান নেন। চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবি তাঁদের। এই দাবিতে তাঁরা তিন মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন।

আন্দোলনের মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে চারুকলায় সশরীরে শ্রেণি কার্যক্রম এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের চারুকলা ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ভবন সংস্কারের কথা বলে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন নিষেধাজ্ঞার কারণে তাঁরা মূল ক্যাম্পাসে অবস্থান নিতে বাধ্য হয়েছেন। দাবি না মানা পর্যন্ত তাঁরা মূল ক্যাম্পাসেই বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক