অক্টোবর ৩, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ

মাথায় কাচ পড়ে আহত সাবেক মেয়র আজম নাছির

চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদের শোকসভা শেষে অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় প্রচণ্ড ভিড়ে দরজার কাচ ভেঙে আহত হয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ শনিবার (৪ মার্চ) বিকালে নগরের কাজীর দেউড়ি এলাকার আইসিসি কনভেনশন হলের গেইটে এ ঘটনা ঘটে।

এতে আ জ ম নাছির মাথায় আঘাত পান। পরে তাকে বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

নগর আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, নাছির ভাই সামনে থেকে কাদের ভাইকে নিয়ে বের হচ্ছিলেন। এসময় প্রচণ্ড ভিড়ের চাপে হুড়োহুড়িতে দরজার কাচ ভেঙে যায়। এতে আহত হন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক