নিউজ ডেস্ক
বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী। গতকাল রবিবার দুপুরে ঢাকাস্থ রেডিসন ব্লুতে আয়োজিত দেশের সকল জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ টি এম পেয়ারুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, বোরহান উদ্দিন মো. এমরান, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, আ ম ম দিলশাদ, মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আখতার উদ্দিন মাহমুদ, এইচ এম আলী আবরাহা, কাজী আব্দুল ওহাব, এস এম আলমগীর চৌধুরী, আবু আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, দেবব্রত দাশ, এরফানুল করিম চৌধুরী, আব্দুল আলীম, মো. নুরুল মোস্তফা সিকদার, দিলোয়ারা ইউসুফ, রওশন আরা বেগম, মোস্তফা রাহিলা চৌধুরী, ফারহানা আফরিন জিনিয়া, সুরাইয়া বেগমসহ সকল কর্মকর্তা–কর্মচারী। প্রেস বিজ্ঞপ্তি।