নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের আহবানে আগামী ১৫ মার্চ নগর ভবন ঘেরাও কর্মসূচির প্রচারণা ও পথসভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি নুরুল আবছার, সিনিয়র সহ –সভাপতি আব্দুল মালেক, সহ–সভাপতি ইসমাইল মনু, জান্নাতুল ফেরদাউস পপি, মীর মোহাম্মদ
ইসলাম, মো. নজরুল ইসলাম, অলি আহমদ, কাজী শহীদুল হক স্বপন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ হাসমত প্রমুখ।নগরীর কদমতলী, লালখান বাজার, ওয়াসা মোড়, মেহেদীবাগ, প্রবর্তক মোড়, ২ নং গেইট, আলফালাহ্ আবাসিক, জিইসি, খুলশী, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে পথসভায় নেতৃবৃন্দ বলেন, বাড়ি ভাড়ার ভিত্তিতে নির্ধারিত বর্তমান এসেসমেন্ট বাতিল
করতে হবে, পূর্বের নিয়মে আয়তনের ভিত্তিতে নতুন ভাবে এসেসমেন্ট করতে হবে, আপিল আবেদনের নামে ঘুষ বাণিজ্যের সাথে জড়িত কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, নাগরিক সেবা বৃদ্ধি এবং দুর্নীতি রোধে প্রতিবছর প্রকাশ্যে ‘গণশুনানির ’ আয়োজন করতে হবে। এই ৪ দফা
দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে নতুবা সুরক্ষা পরিষদে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। পথসভা থেকে নগরবাসীকে ১৫ মার্চ সকাল ১১ টায় নগর ভবন ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানান।