সেপ্টেম্বর ১০, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ

চকবাজার মতি টাওয়ারে আগুন

  1. চট্টগ্রাম নগরের চকবাজারে মতি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে গুলজার মোড় মতি কমপ্লেক্সের নিচ তলায় রিজিয়া টেইলার্স নামের দোকানে আগুন লাগে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেট বন্ধ থাকায় বাইরে ধোঁয়া ও পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

    চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, মতি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক