ডিসেম্বর ৩, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ

বিচারের মুখোমুখি হচ্ছেন শাকিরা

সম্পর্ক সূত্রে গত এক দশকের বেশির ভাগ সময় কেটেছে স্পেনে। কারণ, স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে তাঁর সম্পর্ক। চলতি বছর অবশ্য সে সম্পর্কের সমাপ্তি ঘোষণা করেছেন তাঁরা।  সম্পর্ক ছাড়লেও স্পেনের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না। কারণ, কর ফাঁকির পুরোনো মামলা। তাঁর বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১ কোটি ৪৫ লাখ ইউরো কর ফাঁকির মামলা হয়েছিল আগেই। মামলাটি করেছেন স্পেনের এক আইনজীবী। ওই আইনজীবীর দাবি, কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন শাকিরা। যে মামলায় দোষী সাব্যস্ত হলে বিপুল অঙ্কের জরিমানাসহ কারাবাসের সাজাও হতে পারে। সম্প্রতি এই মামলা নিষ্পত্তি করার জন্য স্প্যানিশ কৌঁসুলিরা একটি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শাকিরা সেই প্রস্তাব গ্রহণ করেননি। গতকাল বুধবার শাকিরার জনসংযোগ টিম এ খবর জানিয়েছে।  আলজাজিরা নিউজ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক