পাকিস্তানের আদালত সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের রিমান্ড মঞ্জুর করে তাকে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর হেফাজতে দিয়েছে।
এদিকে, তার গ্রেফতারের পর দেশজুড়ে সহিংস বিক্ষোভের মধ্যে পেশোয়ারে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মে) লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ অসিম ডন পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “৮৪ জনেরও বেশি আহত লোককে হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।”
খাইবার টিচিং হাসপাতালের মুখপাত্র জানান, বুধবার আহত সাতজনকে হাসপাতালে আনা হয়েছে।
খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, বেলুচিস্তান ও ইসলামাবাদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনা মোতায়েন করা হয়েছে। বিভিন্ন শহরে ১৪৪ ধারা জারি হয়েছে।
এক বিবৃতিতে পাঞ্জাব পুলিশ বলছে, আইন ভঙ্গ করার দায়ে প্রদেশজুড়ে ৯৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৩০ জন কর্মকর্তা ও কর্মী সহিংসতায় আহত হয়েছেন।
দ্বিতীয় দিনের মতো মোবাইল ডাটা সার্ভিস বন্ধ রয়েছে। বিঘ্ন ঘটছে টুইটার, ইউটিউব ও ফেসবুক ব্যবহারে।
সরকার বলছে, পিটিআই সমর্থকরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভবনে হামলা চালিয়েছে এবং ব্যক্তিগত ও সরকারি গাড়িতে ভাঙচুর করেছে।
গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান গ্রেফতার হন। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।