ডিসেম্বর ৩, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ

বাড়তি আড়াই কোটি টাকা বরাদ্দ পেল চমেক হাসপাতাল

ইমরান নাজির,চট্টলার কণ্ঠ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বরাদ্দের আওতায় ২০২২–২৩ অর্থবছরে এমএসআর (কেমিক্যাল) খাতে প্রায় সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দ পায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। যা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ এ খাতে বাড়তি বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক কোনো জবাব পাওয়া যায়নি। তবে এই এমএসআর খাতে চমেক হাসপাতালকে বাড়তি আড়াই কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কয়েকদিন আগে এ বরাদ্দ বুঝে পেয়েছে হাসপাতাল প্রশাসন। এ তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান আজাদীকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা এ বরাদ্দ পেয়েছি। নিয়মিত বরাদ্দ কম পাওয়ায় এমএসআর খাতের আওতায় এক্স–রে ফিল্ম এবং প্যাথলজির বিভিন্ন রি–এজেন্ট ক্রয়ে আমরা জটিলতায় পড়েছিলাম। টুকটাক সমস্যাও হচ্ছিল। এমন পরিস্থিতিতে এ বরাদ্দ আমাদের খুব প্রয়োজন ছিল। বরাদ্দ পাওয়াতে এখন আমরা আরো বেশি এক্স–রে ফিল্ম, রি–এজেন্ট ও অন্যান্য উপকরণ কিনতে পারবো। যা দিয়ে অন্তত ৪/৫ মাস এসব উপকরণের সংকট থাকবে না।

উল্লেখ্য, নিয়মিত বরাদ্দ কম পাওয়ায় বিগত কয়েক মাসে এমএসআর খাতের এঙ–রে ফিল্ম ও প্যাথলজির বিভিন্ন রি–এজেন্ট ক্রয়ে জটিলতায় পড়তে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। ছিল কয়েকদিন সংকটও। তবে স্বাস্থ্য অধিদপ্তরের আড়াই কোটি টাকা বরাদ্দে এ খাতে সংকট আর থাকছেনা বলে জানান হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. হুমায়ুন কবির।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক