আইপি জালিয়াতি করে আমদানি করে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের না জানিয়ে বন্দর থেকে খালাস হয়ে যাওয়া সেই দুই কনটেইনার মদসহ পাঁচ কনটেইনার মদ জব্দের ঘটনায় পৃথকভাবে পাঁচটি মামলা করেছে চট্টগ্রাম কাস্টমস। চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় সোমবার (১ আগস্ট) তিনটি ও রোববার (৩১ জুলাই) অন্য মামলা দায়ের করা হয় বলে জানান চট্টগ্রাম কাস্টম হাউজের এআইআর (অডিট, ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ) শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।
সোমবার সন্ধ্যায় তিনি চট্টলার কণ্ঠকে বলেন, জব্দকৃত পাঁচ চালানের মধ্যে তিনটিতে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান পণ্য খালাসের জন্য কাস্টমসের এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বিল অব এন্ট্রি দাখিল করেন। ওই তিন চালানের মামলায় আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মালিককে আসামি করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত সজাগ রয়েছে।